September 20, 2025, 3:02 am
সর্বশেষঃ
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone Clone Clone Clone Clone মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone Clone Clone Clone মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone Clone মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone
আন্তর্জাতিকঃ
For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION

অটোরিকশা কেড়ে নিলো রাবি শিক্ষার্থী ফামিনের প্রাণ

সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদনপুর গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম ইফতেখার ইসলাম ফামিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ঢাকার বাসিন্দা।

তার মৃত্যুর বিষয়টি ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতেখার ইসলাম ফামিন তার বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। বিনোদনপুর গেটের মোড়ে আসার সময় একটি অটোরিকশা হঠাৎ করে উল্টো দিকে ঘুরে গেলে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক ফামিনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দর্শন বিভাগের শিক্ষার্থী নওয়াব হাসান প্রিন্স বলেন, “ইংরেজি বিভাগের যে ভাইটি মারা গেলেন, এর সম্পূর্ণ দোষ রিকশাওয়ালার। আমরা দুর্ঘটনার পরপরই সেখানে গিয়ে কিছু লোকের কাছে জানতে পারি যে, অটোরিকশাটি হঠাৎ করে উল্টো দিকে মোড় নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে বিভাগের সভাপতি মমিনুল ইসলাম বলেন, “তারা দুজন মোটরসাইকেলে করে যাচ্ছিল। হঠাৎ করে একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়। দুজনের মধ্যে পেছনে থাকা শিক্ষার্থী ফামিনের জ্ঞান ছিল না। পরে তাকে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে মারা গেছে। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারও এখানে এসেছেন।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “বিভাগের সভাপতিসহ কয়েকজন শিক্ষক আমরা এখানে এসেছি। বিস্তারিত জেনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইক পেজ