September 20, 2025, 3:01 am
সর্বশেষঃ
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone Clone Clone Clone Clone মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone Clone Clone Clone মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone Clone মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone মহানবীর জীবনাদর্শ অনুসরণে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান Clone Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: উপদেষ্টা শারমীন Clone
আন্তর্জাতিকঃ
For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION For: TEST MISSION

মেসির প্রসঙ্গে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত স্কালোনি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পা রেখেছেন লিওনেল মেসি। বয়সের সঙ্গে উঁকি দিচ্ছে অবসরের বিষাদ। তদুপরি জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটাও খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা। ভেনেজুয়েলার বিপক্ষে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে হতে চলা ম্যাচটাই জাতীয় দলের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ ম্যাচ। ম্যাচ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে আবেগাপ্লুত হয়ে পড়লেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

মেসির সঙ্গে জাতীয় দলেও খেলেছেন স্কালোনি। এখন আছেন কোচের ভূমিকায়। মেসিকে ভালোভাবেই চেনা স্কালোনি ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনের স্কালোনি জানিয়ে দিয়েছেন, মেসির উত্তরসূরি কখনো পাওয়া সম্ভব নয়। তার কথা শুনে এক সাংবাদিকও আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরিস্থিতি হালকা করার জন্য স্কালোনি মজা করে বলেন, ‘আপনি কি কাঁদছেন? এটা তো আমার উদ্দেশ্য ছিল না।’ জবাবে সাংবাদিক বলেন, ‘আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন।’ এ কথা শুনে কোচ স্কালোনির চোখও ভিজে যায়, কণ্ঠ কেঁপে ওঠে। তিনি বোঝানোর চেষ্টা করছিলেন, মেসি আসলে তার জীবনে, কোচিং ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ।

স্মৃতিচারণে সেটাই উঠে এলো,.‘আমি ওর সঙ্গে খেলেছি। শুধু বলটা ওকে পাস দেওয়াটাই আমার কাছে বিশেষ ব্যাপার ছিল। বিশ্বকাপে ওর সঙ্গে থাকা আর ওকে ট্রফি উঁচিয়ে ধরতে দেখা সত্যিই হৃদয়স্পর্শী এক অভিজ্ঞতা। আগামীকাল দিনটা হবে সুন্দর আর আবেগময়। তবে আমার আশা আর্জেন্টিনায় এটাই ওর শেষ ম্যাচ হবে না। আমরা চেষ্টা করব যেন ও চাইলে আরেকটা ম্যাচ খেলতে পারে। কারণ, এটা ওর প্রাপ্য।’

মেসির উত্তরসুরী নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনির ভাষ্য, ‘আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবলে মেসির উত্তরাধিকারী? না, এমন কেউ হতে পারবে না।।হয়তো কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আসবে, যারা একটি যুগকে সংজ্ঞায়িত করবে। কিন্তু এত দিন ধরে মেসি যা করেছে, আমার মনে হয় তা অতুলনীয় হয়ে থাকবে। ফুটবলে অনেক অকল্পনীয় ঘটনা ঘটে। কিন্তু আমি প্রায় নিশ্চিতভাবে বলতে পারি, ওর মতো কাউকে আর দেখা যাবে না। আমার মনে হয় ওর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


লাইক পেজ